শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

যুগ্ম জাতীয় পুরস্কার পেলেন কৃতি-আলিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১৩:১৪

জীবনের প্রথম জাতীয় পুরস্কার। এ ক্ষেত্রে দু’জনেই এক জায়গায়। যদিও এক জন অভিনেত্রী তারকা-সন্তান, অন্যজন বহিরাগত। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার জেতেন আলিয়া ভট্ট। অন্য দিকে ‘মিমি’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান কৃতি শ্যানন। জাতীয় পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখতেন কৃতি। ২০২০ সালে নিজের ডায়েরিতে সে কথা লিখেও রেখেছিলেন। তবে সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূরণ হবে, তা হয়তো ভাবতে পারেননি। এই পুরস্কার তিনি ভাগ করে নিচ্ছেন আলিয়ার সঙ্গে। তাই নাম ঘোষণার পর প্রথম ফোনটা তাঁকেই করেন কৃতি।

কৃতির কথায়, ‘‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তার পর বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। মা তত ক্ষণে নাচতে শুরু করে দিয়েছে। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, যখন আমার নামটা ঘোষিত হয়।’’

‘মিমি’ ছবিতে এক সারোগেট মায়ের চরিত্রে দেখা মিলেছিল কৃতির। আলিয়ার সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে পেরে গর্বিত তিনি। সমাজমাধ্যমে লেখেন, ‘‘অভিনন্দন আলিয়া! তুমি এই সম্মানের যোগ্য! আমি তোমার অনুরাগী, এই পুরস্কার তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরে খুবই ভাল লাগছে।’’

কিন্তু অন্দরের কথাটি হল, নাম ঘোষণার পর আলিয়াকে ফোন করেই চিৎকার করতে থাকেন কৃতি। শুধু কৃতি নন, আলিয়াও একই ভাবে সাড়া দেন কৃতিকে। এই সম্মান পেয়ে দু’জনেই উত্তেজিত। কৃতির কথায়, ‘‘আলিয়াকে যখন ফোন করলাম, তখন আমরা দু'জনেই চিৎকার করছি আনন্দে। আমরা দু’জনে একসঙ্গে যাব পুরস্কার নিতে, সেই মুহূর্তটা দারুণ ভাবে উপভোগ করব।’’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর