শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ১৬:৫৫

ডেঙ্গুজ্বরে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগে চলতি বছরে ৪৯৩ জনের মৃত্যু হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এটিই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে ২০২২ সালে ডেঙ্গুজ্বরে ২৮১ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-মঙ্গলবার(২২ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজনের, আর ঢাকার বাইরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ২ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ৩২৬ জন ভর্তি হয়েছে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৩ হাজার ৫৭০ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. সাহাদাত হোসেন বলেন, এ বছর আগস্টের মাঝামাঝি সময়ে ডেঙ্গু সংক্রমণ শীর্ষ চূড়া পার করছে। সে হিসাবে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এখন সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর এলে দ্রুত পরীক্ষা করাতে হবে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের যে হিসাব সেটা কেবলই কাগজে-কলমের। প্রকৃত রোগী এর চেয়ে কয়েকগুণ বেশি। কারণ অধিদপ্তর কেবল তাদের হিসাবে থাকা হাসপাতালের তথ্য দেয়। এর বাইরে অসংখ্য হাসপাতাল-ক্লিনিক রয়েছে। আবার বাসাবাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও কম নয়। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১ লাখ ৪ হাজার ৩৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৫০ হাজার ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫৪ হাজার ১৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬ হাজার ৩৭ জন।

এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়। জুনে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে ২০৪ ও আগস্টের ২২ দিনে ২৪২ জনের মৃত্যু হয়েছে।

এ বছর রাজধানীতে এ পর্যন্ত ৫০ হাজার রোগী শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬৪ হাজার ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ৪৬৭ জন, খুলনা বিভাগে ৪ হাজার ৯১৩ জন, রাজশাহী বিভাগে ৩ হাজার ৩০৫ জন, রংপুর বিভাগে ২ হাজার ১৩১ জন, বরিশাল বিভাগে ১১ হাজার ৬৩০ জন এবং সিলেট বিভাগে ৮৮০ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর