শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

সোনার দোকান উদ্বোধন করে দুবাইয়ে দোয়া চাইলেন সাকিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৩:৪০

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগও শেষ করেছেন। এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পালা। দুবাই থেকে এরই মধ্যে দেশের উদ্দেশে উড়ালও দিয়ে ফেলার কথা সাকিব আল হাসানের। ঢাকায় নামার কথা সোমবার(২১ আগষ্ট) বিকেলে।

শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার আগে সাকিব কেন দুই দিনের সফরে দুবাই গিয়েছিলেন, সেটি এরই মধ্যে অনেকের জানা। তিনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাই প্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাঁদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম—এনআরআই।


গত মার্চ মাসে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। তাঁর প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাঁকে নিয়েও। তবে সাকিবের এবারের দুবাই যাত্রায় পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

রোববার(২০ আগষ্ট) এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাঁদের এক নজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিল গোল্ড সুকে। উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমানে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আমিরাত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।

আমিরাত ও বাংলাদেশের সংস্কৃতির প্রদর্শনী দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই এখানে আসা এবং আপনাদের সঙ্গে দেখা হলো। তাঁরা যেরকম সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব আপনারও একই কাজ করবেন, যেন আমরা এক সঙ্গে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।

সোমবার (২১ আগষ্ট) দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবের কথায় এসেছে সে প্রসঙ্গও, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর