রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

নারী ফুটবলারদের বেতন বাড়িয়ে বাফুফের নতুন চুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১৮:১৭

 বেতন-ভাতাসহ আরও কিছু সুবিধাদি চেয়ে দাবি জানিয়ে আসছিলেন সাবিনা-সানজিদারা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও সেই সব দাবি পূরণ হচ্ছিল না তাদের।

অবশেষে এবার এসে বেতনের দাবি পূরণ করা হয়েছে। 

বুধবার(১৬আগষ্ট) অনুষ্ঠানের মাধ্যমে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির তথ্যাবলী প্রকাশ করে বাফুফে। নতুন এই চুক্তিতে ৩১ জন ফুটবলারের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। যেখানে ১৫ জন ৫০ হাজার, ১০ জন ৩০ হাজার, বাকি ছয় জন ১৫-২০ হাজারের মতো করে মাসিক বেতন পাবেন। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ৬ মাস পর নবায়ন করা যাবে।

গত কয়েক মাস ধরেই আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবি করছিলেন সাবিনারা। তাদের কথা মেনে এবার বেতন দ্বিগুণের বেশি করেছে ফেডারেশন। দাবি উঠার সয় আর্থিক সীমাবদ্ধতায় সেই দাবি পূরণ না করতে পারলেও এইবার কিভাবে পেরেছে, সেই প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরও বেশি দিতাম। ’

সাবিনাদের দাবির প্রায় সবই পূরণ করেছেন বলে জানান বাফুফে সভাপতি, ‘ঈদ বোনাসটা দিতে পারিনি। ফুটবল বিশ্বে ঈদ, ক্রিসমাস বোনাস নেই। এছাড়া বেতন বৃদ্ধি, ম্যাচ খেলাসহ অন্যান্য সবই করা হয়েছে। ’

সাবিনাদের প্রতি সালাউদ্দিনের প্রত্যাশা, ‘ওরা ভালো পারফরম্যান্স করুক। পারফরম্যান্স করে আরও পাঁচ গুণ দাবি করুক এটা আমি চাই। সেটা আমি না পারি, আরেকজন এসে দেবে। ’

ফেডারেশন দাবি মেনে নেওয়ায় সাবিনাদের মুখেও তৃপ্তির হাসি, ‘আমাদের আবদার পূরণ হওয়ায় খুশি। ’ চুক্তির পর নারী ফুটবলাররা আরও ভালো পারফরম্যান্স করবেন এটাই প্রত্যাশা মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের, ‘এখন থেকে মেয়েরা আরও ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি। ’

নারী ফুটবলাররা সম্প্রতি সাতক্ষীরায় লিগ খেলতে গিয়েছিলেন। তখন ফেডারেশনের সঙ্গে চুক্তি না থাকায় কঠোর লাইনে যাচ্ছে না ফেডারেশন। আগামীতে অবশ্য এ রকম ঘটনা ঘটলে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের আওতায় পড়বেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর