শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

নাটোরে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৮:২২

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নাটোর শহরতলীর দীঘাপতিয়া এলাকায় শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় তিন একর জমির ওপরে এ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্যবৃন্দ, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকীব বাকী ও কামরুন্নাহার কাজল, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ দাস, জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ অনেকে।

এসময় সংসদ সদস্য শিমুল বলেন, শেখ রাসেল ছিল প্রাণবন্ত মেধাবী শিশু। শেখ রাসেল স্মরণে নাটোরের শিশুদের বিনোদনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত জেলা পরিষদে আমার অনুকূলে বরাদ্দ দেওয়া দেড় কোটি টাকায় পার্কটির নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। আধুনিক এ পার্ক নির্মাণে প্রয়োজনীয় আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে পর্যায়ক্রমে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক নকশাঁ অনুযায়ী জেলা পরিষদের জায়গায় নির্মাণ কাজ শুরু করা হলো। পর্যায়ক্রমে আরও বরাদ্দ এবং নির্মাণ কাজ চলতে থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর