বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পলাতক ৭০০ বন্দি এখনও অধরা
  • ইসি সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি
  • পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাধীন কমিশন গঠন
  • আবারও পুলিশে বড় রদবদল
  • সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত
  • কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
  • ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • আদালতে আত্মসমর্পণ করলেন সেই তাপসী তাবাসসুম
  • আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস

মুমিনুলের বিদায়ে ভাঙল জুটি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

এবার অশ্বিনের বলে উইকেট হারিয়েছেন মুমিনুল। তার ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক ২৪ বলে করেছেন ১৩ রান। ৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। জয় থেকে ৩৮০ রান দূরে তারা। ৪০ রানে শান্ত ও ৬ রানে আছেন মুশফিক।

জাকিরের পর সাদমানকে হারাল বাংলাদেশ

বাংলাদেশের দুই ওপেনারই এদিন বেশ আগ্রাসী ক্রিকেট খেলেন। তবে চা বিরতির পর বাংলাদেশকে ধাক্কা দেন বুমরাহ। ৩৩ রানে থাকা জাকিরকে ফেরান বুমরাহ। খানিক বাদে ৩৫ রানে থাকা সাদমানকে সাজঘরের পথ ধরান অশ্বিন। ৮৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। জয় থেকে ৪০৪ রান দূরে তারা। ২৬ রানে শান্ত ও ৯ রানে আছেন মুমিনুল।

জয়সোয়ালের দুর্দান্ত ক্যাচে জাকিরের বিদায়

চা বিরতির পর বেশিক্ষণ টিকতে পারলেন না জাকির। বুমরাহর ডেলিভারিতে খোঁচা মেরে গালিতে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার। বাম দিকে নিচু হয়ে এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন জয়সোয়াল। ফেরার আগে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৩ রান করেন জাকির। ১৬.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম ৫১ বলে ২৬ রানে অপরাজিত।

জাকির-সাদমানে পঞ্চাশ পেরোল বাংলাদেশ

ভারতের ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। জাকির-সাদমানে ইতোমধ্যে দলীয় পঞ্চাশ পার করেছে সফরকারীরা। ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান। জাকির ৩২ ও সাদমান ইসলাম ২০ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হওয়া বাংলাদেশকে চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। আর ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। অলৌকিক কিছু না ঘটলে যা প্রায় অসম্ভব। প্রায় দেড়শ বছরের ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই আন্তর্জাতিক ক্রিকেটে।

টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। এতে ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে।

রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুভমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও নাহিদ রানার শিকার ১টি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর