বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পলাতক ৭০০ বন্দি এখনও অধরা
  • ইসি সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি
  • পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাধীন কমিশন গঠন
  • আবারও পুলিশে বড় রদবদল
  • সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত
  • কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
  • ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • আদালতে আত্মসমর্পণ করলেন সেই তাপসী তাবাসসুম
  • আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস

চীনে শক্তিশালী টাইফুন বেবিনকার আঘাত, শতাধিক ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’। গত ৭৫ বছরের মধ্যে সাংহাইতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। এই দুর্যোগের কারণে সাংহাইয়ের ২টি বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কিছু রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ক্যাটাগরি ১ মাত্রার টাইফুন ১৫১ কিলোমিটার গতিতে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী সাংহাইতে আঘাত হানে। এতে রোববার থেকে সাংহাইয়ের ২টি বিমানবন্দর ও একাধিক স্টেশনে রেল পরিষেবা বন্ধ রাখা ছাড়াও রিসোর্ট, পার্ক, চিড়িয়াখানা ও ফেরি চলাচলও স্থগিত করা হয়।

ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। মহাসড়কগুলোয় যান চলাচলও স্থগিত হয়েছে। সাংহাইয়ের ২৫ মিলিয়ন বাসিন্দাকে ঝড় আসার আগেই বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের ভেতরের রাস্তায় সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শরৎ উৎসবের জন্য তিন দিনের ছুটি চলছে চীনে। এমন সময় সাংহাইতে আছড়ে পড়েছে টাইফুন ‘বেবিনকা’। ১৯৪৯ সালের পর চীনের এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে। চীনের সাংহাই শহরে প্রায় আড়াই কোটি লোকের বসবাস। এই শহরে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানার রেকর্ড প্রায় নেই বললেই চলে।

সাধারণত চীনের দক্ষিণাঞ্চলে এ ধরনের টাইফুনগুলো বেশি আঘাত হানে। গত ৬ সেপ্টেম্বর চীনের হাইনান দ্বীপের উত্তর-পূর্বে ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর