প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৬:৩৬
ডেনমার্ককে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি। কেই হাভার্টজের পেনাল্টি ও জামাল মুসিয়ালার দুর্দান্ত এক গোলে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। ডর্টমুন্ডের অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ ছিল।
ম্যাচের ৩৫ মিনিটে বজ্র বৃষ্টির কারণে ইংলিশ রেফারি মাইকেল অলিভার যখন ম্যাচ বন্ধের ঘোষণা দেন তখন একসময় মনে হয়েছিল ম্যাচটি বোধহয় পরিত্যক্ত হয়ে যাবে। এ সময় উভয় দলই মাঠ ছেড়ে ডাগ আউটে আশ্রয় নেয়। ম্যাচটি আবারো মাঠে গড়ানোর আগে ২৫ মিনিট নষ্ট হয়েছে। এ সময় প্রচণ্ড বাতাসের সাথে তুমুল বৃষ্টি ও কিছুক্ষণ পরপরই বজ্রপাত হয়েছে। এই ঘটনাটি ম্যাচটিকে স্বাগতিকদের কাছে স্মরণীয় করে রাখবে।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাভার্টজ স্পট কিক থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন। জোয়াকিম অ্যান্ডারসনের হ্যান্ডবলে জার্মানরা পেনাল্টি উপহার পায়। ড্যানিশ এই ডিফেন্ডার এর কিছুক্ষণ আগেই এক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
এরপর বায়ার্ন মিউনিখের মুসিয়ালা ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জার্মানিকে শেষ আটের টিকেট উপহার দেন। ম্যাচ শেষে জার্মান কোচ নাগলসম্যান বলেছেন, ‘দিনের শেষে এই ম্যাচটা ছিল চরম নাটকীয়তায় ভরা। আমরা প্রতিকূলতার বিপক্ষে লড়াই করে জিতেছি।’
মন্তব্য করুন: