শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

পর্তুগালকে নিয়ে সমর্থকদের সমালোচনা পছন্দ ফের্নান্দেসের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৮:০৫

দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শেষ করা পর্তুগাল মূল টুর্নামেন্ট শুরুর আগে যেন হারিয়ে ফেলেছে ছন্দ। এখন পর্যন্ত খেলা চার প্রীতি ম্যাচের দুটিতেই হেরে গেছে তারা। এই ব্যর্থতায় সমালোচনা হচ্ছে দলের। যা ভালোই লাগছে ব্রুনো ফের্নান্দেসের। পর্তুগিজ এই মিডফিল্ডারের মতে, সমর্থকদের এই অবস্থান প্রমাণ করে ইউরোতে তাদের নিয়ে প্রত্যাশা কতটা।

ইউরোর বাছাই পর্বে ১০ ম্যাচের সবকটি জিতে গ্রুপ সেরা হয় পর্তুগাল। মূল পর্বে লড়াইয়ে নামার আগে কিছুটা অধারাবাহিক হয়ে পড়েছে দলটি। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামার আগে প্রস্তুতিটা তেমন ভালো হচ্ছে না তাদের।

গত মার্চে শক্তিতে পিছিয়ে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। গত সপ্তাহে আরেকটি প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের হার ২-১ গোলে। এরপর থেকেই দলটিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে সোমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল। এদিন সাংবাদিকদের ফের্নান্দেস বলেন, তাদের নিয়ে চলমান এই সমালোচনায় ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন তিনি।

“আমি চাই না কেউ চিন্তা করুক, আমরা এই পর্যায়ে এসেছি এটা ভেবে যে, সবকিছু করা হয়ে গেছে এবং উন্নতির আর কিছু নেই। সব সময় উন্নতির জায়গা থাকে। ‘দল এখন আর আগের মতো ভালো না’, ‘আমরা যা চাই দল সেই পর্যায়ে নেই’; সত্যি বলতে, জাতীয় দলকে নিয়ে এসব নেতিবাচক ভাবনা আমার কিছুটা ভালো লাগে।”

“আমি এটা পছন্দ করি, কারণ এটা একটা ইঙ্গিত যে মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং জাতীয় দলের কাছ থেকে আরও বেশি কিছু চায়। এর অর্থ, আমরা যারা দেশের প্রতিনিধিত্ব করছি, তাদের আরও বেশি কিছু করার সামর্থ্য রয়েছে। আমরা এটা জানি, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং আমরা আরও ভালো করতে চাই।”

জার্মানিতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতাটির শিরোপার পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর