শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

বাড়ন্ত শিশুদের শরীরে পরিবর্তিত প্রোটিনের চাহিদা পূরণ করবেন কোন উপায়ে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১৮:০৫

শিশুদের রোজকার ডায়েট পর্য়াপ্ত পুষ্টিতে ভরিয়ে তোলা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

 

নিত্য নতুন উদ্ভাবনী শক্তির প্রয়োগ করে প্রতি মুহূর্তেই ওরা বেড়ে উঠতে থাকে। তাই সার্বিক সুস্থতার জন্য ওদের প্রয়োজন সঠিক পুষ্টি। জানেন কী বয়সের সঙ্গে শিশুদের শরীরে বদলে যেতে থাকে প্রোটিনের চাহিদা। কোন উপায়ে তা পূরণ করবেন? রইল বিশেষজ্ঞের পরামর্শ।

 

আপানার সন্তান যদি নিজের দুধের গ্লাস, খাবার প্লেটের পনির, ডাল, শাক সবজি সব চেটেপুটে খায় তবে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। কারণ বাড়ন্ত বাচ্চাদের চাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। এর অ্যামাইনো অ্যাসিড শিশুদের সার্বিক সুস্থ থাকার লক্ষ্য পূরণ করে। পাশাপাশি শিশুরা তুলনামূলক ভাবে দুরন্ত। সারাদিন ছোটাছুটি, দৌড়ঝাঁপ করতেও চাই প্রোটিন। এক্সপার্টদের মতে, শিশুদের ক্ষেত্রে তাদের ক্যালরির তিরিশ শতাংশ প্রোটিনজাত হওয়া উচিত।

 

যদি দেখেন বাচ্চা সারাদিন ঝিমিয়ে রয়েছে, পড়াশোনায় অমনযোগী হয়ে উঠেছে, বার বার অসুস্থ হয়ে পড়ছে তবে বুঝতে হবে আপনার সন্তানের ডায়েটে প্রোটিন কম হচ্ছে। নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই। চেষ্টা করতে হবে প্রোটিন গুণে ভরা খাবার ওদের ডায়েটে রাখতে। যেমন – দু’শো গ্রাম দইয়ে থাকে বাইশ গ্রাম প্রোটিন, দু’টি ডিমে বারো গ্রাম প্রোটিন, একশো গ্রাম পনিরে সতেরো গ্রাম প্রোটিন, তিরিশ গ্রাম কাঠবাদামে ছ’গ্রাম প্রোটিন, আঠাশ গ্রাম চিজে সাত গ্রাম প্রোটিন।

 

কিন্তু কোন বয়সের সন্তানের জন্য কতটা প্রোটিন প্রয়োজন?

 

ছ’ মাস বয়সী বাচ্চাদের সারাদিনে দরকার ন’ গ্রাম প্রোটিন, সাত–বারো মাস বয়সী বাচ্চাদের এগারো গ্রাম প্রোটিন, এক–তিন বছর বয়সীদের সারাদিনে প্রয়োজন তের গ্রাম প্রোটিন, চার থেকে আট বছর বয়সী বাচ্চাদের প্রয়োজন উনিশ গ্রাম প্রোটিন, ন’–তেরো বছরের বাচ্চাদের চাই চৌত্রিশ গ্রাম প্রোটিন। এর পর বয়স বাড়ার সঙ্গে ছেলে ও মেয়দের শরীর বিভেদে প্রোটিন চাহিদার তারতম্য হয়। তাই পুষ্টিবিদের পরামর্শ মেনেই তৈরি করা উচিত সন্তাদের রোজকার খাদ্যতালিকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর