রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

পাকিস্তানি অস্ত্র দিয়ে সালমানকে হত্যার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৩২

সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় এবার আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত এপ্রিলে পহেলা বৈশাখের দিন আচমকাই বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন।

ঘটনার তদন্ত তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। এখন পর্যন্ত সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তিন অপরাধীকে। তাদের জবানবন্দি অনুযায়ী নদী থেকে উদ্ধার করা হয় বন্দুক।

এবার সেই অস্ত্র নিযে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের ছক বানচাল হওয়ার পর লরেন্স বিষ্ণোইয়ের দল নতুন প্ল্যান করেছে সালমনকে তারই পানভেল ফার্ম হাউজে খুন করার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ সালমানের বাড়ির সামনে গুলি চালানোর কেসের সম্পূর্ণ ডিটেল হাতে পেয়েছে। সেখান থেকেই তারা দেখতে পেয়েছেন একটি এফআইআর-এর কপি যেখানে দাবি করা হয়েছে আমেরিকায় থাকা লরেন্স বিষ্ণোইয়ের তুতো ভাই আনমোল বিষ্ণোই এবং গোল্ডি ব্রার একে ৪৭, এম ১৬, একে ৯২ ইত্যাদি কিনেছিল একজন পাকিস্তানি অস্ত্র সাপ্লায়ারের কাছ থেকে।

সেগুলো দিয়েই সালমানকে হত্যার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশের পক্ষ থেকে এদিন আরও জানানো হয়েছে এই অস্ত্র দিয়ে তারা সালমানের গাড়ি উড়িয়ে দিতে চেয়েছিল বা তার ফার্মহাউজে তছনছ করতে চেয়েছিল। কিন্তু তারপরেও বাড়ির বাইরে গিয়ে গুলি করার মতো দ্বিতীয় প্ল্যান তারা কেন বানাল সেটা নিয়ে দ্বন্দ্বে পুলিশ।

১৯৯৮ সাল থেকে বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন সালমন খান। ওই বছরই একটি সিনেমার শ্যুটিংয়ে গিয়ে তিনি রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন।

আর এই বিষ্ণোই গ্যাং কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পুজা করে। এরপর থেকেই সালমান খানকে হত্যা করতে চাইছে বিষ্ণোই গ্যাং। একাধিকবার হুমকির পর শেষ পর্যন্ত তার বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর