শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

নাক দিয়ে টাইপ করে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ব্যক্তি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৩:৫৩

শুধু নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি। দ্রুততম সময়ে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি এবং জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ। ৪৪ বছর বয়সী ওই ভারতীয়র নাম বিনোদ কুমার চৌধুরী।

বিনোদ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।

একই বিভাগে মোট তিনবার অংশ নিয়েছিলেন তিনি এবং প্রতিবারই তিনি নিজের রেকর্ডটি ভাঙতে সক্ষম হয়েছেন। প্রথম ২০২৩ সালে নাক দিয়ে টাইপ করতে ২৭ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে শিরোপার দাবিদার হয়েছিলেন। একই বছর তিনি তার দ্বিতীয় প্রচেষ্টায় ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে নেমে আসেন। এবার ২০২৪সালে তিনি তার আগের সব রেকর্ডও ভেঙে ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিনোদকে ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হয়েছিল। এক হাত দিয়ে এবং পেছনে হাত রেখে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে।

বিনোদ কুমার চৌধুরী এক্স-এ নিজের রেকর্ড ভাঙার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে তাকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যাচ্ছে।

পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে বর্ণমালা টাইপ করতে পারেন (স্পেস সহ)?’

চৌধুরী বলেছেন, ‘তিনি ভারতের ‘টাইপিং ম্যান’ হিসেবে পরিচিত। আমার পেশা টাইপ করা, তাই আমি রেকর্ড গড়ার কথা ভেবেছিলাম। যাতে আমার আবেগ এবং আমার জীবিকা উভয়ই ধরে রাখতে পারি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর