শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

এমন কিছু আগে কখনো করিনি : লেডি গাগা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:৩৩

মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘জোকার : ফোলি এ ডিউক্স।’ বহুল প্রত্যাশিত সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। এতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে অভিনয় করছেন লেডি গাগা। সিনেমাটি ঘিরে অভিনেত্রীও উচ্ছ্বসিত।

জোকারে নিজের অভিনীত চরিত্র নিয়ে দারুণ আশাবাদীও তিনি।

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করছেন। হার্লিন কুইঞ্জেল গথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে কথা বলেছেন লেডি গাগা।

গায়িকা-অভিনেত্রী বলেন, ‘হার্লির আমার সংস্করণটি একান্তই আমার নিজস্ব ধাঁচের এবং এটি এই চলচ্চিত্রের জন্য খুবই অথেনটিক একটি চরিত্র।’

লেডি গাগা আরো বলেন, ‘আমি এই চলচ্চিত্রে যা করেছি, এমন কিছু এর আগে কখনো করিনি। তাই এটি সম্পূর্ণ নতুন এবং সত্যিই মজাদার।’

এর আগে, ১০ এপ্রিল প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।

ট্রেলারের পুরোটা সময় জুড়ে ছিল টান টান উত্তেজনা এবং সংগীত ও অ্যাকশনের মিশেলে ভিন্ন মোড়কের এক আবহের ইঙ্গিত। ট্রেলারে মূলত জোকার ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার টুকরো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গানের তালে তারা যেমন নৃত্যে মেতেছেন, আবার একে-অপরকে গভীর চাহনিতে বলেছেন অব্যক্ত কথা। তারা যেন বোঝাতে চেয়েছে, পৃথিবীর এখন প্রয়োজন ভালোবাসা।

ট্রেলারের শুরুটা হয় আর্কহাম আশ্রমে, যেখানে প্রথম সিনেমার শেষে বন্দি হয়েছিল আর্থার ফ্লেক (জোকার)।

সেখান থেকেই শুরু হবে এবারের গল্প। আর এই আশ্রয়েই হার্লি কুইনের সঙ্গে সাক্ষাৎ হয় জোকারের। তারা গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে। কিন্তু এরপর তারা দুজনে মিলে কী করে, সেই রহস্য আপাতত রহস্যই থাকছে।

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছে। সিনেমাটির মাধ্যমে অস্কার জিতে নেন অভিনেতা হোয়াকিন ফিনিক্স।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর