সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

ম্যাচ খেলে রাতেই ফিরে যাবে অস্ট্রেলিয়া

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৬:০৫

ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়াকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। ৬ জুন ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। বিশ্বকাপ ২০২৬ এবং ২০২৭ এশিয়ান কাপের খেলার বাছাই চলছে। আই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন এবং বাংলাদেশ। গ্রুপ পর্বে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ, ঢাকায়। অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন, কাতারে হবে সেই ম্যাচ।

অস্ট্রেলিয়া খুব কম সময় নিয়ে বাংলাদেশে আসবে। আগামী ৪ জুন রাতে ঢাকায় নামবে। ৫ জুন হালকা অনুশীলন করবে। ৬ জুন বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচ খেলে সেই রাতেই বিমান ধরবে অস্ট্রেলিয়ান ফুটবল দল। এভাবেই ফ্লাইট চূড়ান্ত করেছে তারা। মূলত এক দিনের বেশি যেন থাকতে না হয়।

নানা নিরাপত্তার কারণে বেশি সময় অবস্থান করতে চায় না অস্ট্রেলিয়া। এমনভাবে ফ্লাইট নির্ধারণ করেছেন যেন, পরদিন সকাল হলেও অনুশীলন ফিফার নিয়ম মেনে সংবাদ সম্মেলন শেষ করা যায়। কোন হোটেলে থাকবে অস্ট্রেলিয়া সেটি নাকি প্রকাশ করতে রাজি না তারা। বাফুফেকেও বলেনি কোথায় অবস্থান করবে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন কোথায় থাকবে সেটি তো জানায়নি। কেন জানায়নি বলতে পারব না। সিকিউরিটির কারণে হয়তো জানায়নি। কবে আসবে সেটি জানিয়েছে এবং চলে যাওয়ার তারিখও বলেছে।’

এক মাস আগেই ঢাকায় এসেছিল অস্ট্রেলিয়া ফুটবলের প্রতিনিধি। তারা ঢাকায় এসে ম্যাচ ভেন্যু, হোটেল ব্যবস্থা নিজেরা দেখে গিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বললেন, ‘কোনো সমস্যা আছে কি না বলেনি। তারা তাদের মতো করে দেখে গিয়েছে। এখন পর্যন্ত কোনো চাহিদাপত্র পাঠায়নি। কোনো অসন্তুষ্টি রয়েছে কিনা সেটিও তো বলেনি। শুধু জানিয়েছে ৪ জুন রাতে আসবে, ম্যাচ খেলে সেই রাতেই ঢাকা ছাড়বে।’

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে যাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য একপ্রকার নিশ্চিতই হয়ে রয়েছে। ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের টপে রয়েছে অস্ট্রেলিয়া, সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরাইলের আক্রমণে ধ্বংস হতে যাওয়া ফিলিস্তিন, কোনো ম্যাচ না জিতে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে, তৃতীয় স্থানে লেবানন এবং ৪ খেলায় ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ হেরেছে ৭-০ গোলে।

৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরদিনই ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ১১ জুন বিশ্বকাপ আয়োজক দেশ কাতারে বাংলাদেশের শেষ ম্যাচ লেবাননের বিপক্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর