সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

ইউনাইটেডকে হারিয়ে আর্সেনাল কোচ আরতেতা বললেন, ‘এটা ইতিহাস’

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৫:২০

‘এটা ইতিহাস!’—ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা শেষ রাউন্ডে নিয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এ কথাই বললেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা।

তা সর্বনিম্ন ব্যবধানের এ জয়ে কী এমন ইতিহাস গড়েছে আরতেতার আর্সেনাল? এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ২৭টি ম্যাচ জিতল গানাররা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের নাম প্রিমিয়ার লিগ হওয়ার পর এক মৌসুমে আর্সেনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ জয়।

ইংল্যান্ডের শীর্ষ লিগের এক মৌসুমে ১৯৭০-৭১ মৌসুমের পর এটাই সর্বোচ্চ জয় আর্সেনালের। ১৯৭০-৭১ মৌসুমে তারা জিতেছিল ২৯ ম্যাচ। সেই সময় অবশ্য ইংল্যান্ডের শীর্ষ লিগ ছিল ৪২ ম্যাচের।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার তারা কয়টি ম্যাচ জিতেছিল। আর্সেন ওয়েঙ্গারের অধীন সেবার আর্সেনাল জিতেছিল ২৬টি ম্যাচ, বাকি ১২টি ম্যাচে ড্র করেছিল তারা। ২০০১-০২ মৌসুমেও শিরোপা জিতেছিল আর্সেনাল, সেবারও তারা জিতেছে ২৬টি ম্যাচ।

লিয়ান্দ্রো ত্রোসারের একমাত্র গোলে গতকাল ইউনাইটেডকে হারিয়ে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়েছে আর্সেনালের। ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আরতেতার দল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।

আগামীকাল রাতে সিটি তাদের ৩৭তম ম্যাচটি খেলবে টটেনহামের বিপক্ষে। ম্যাচটি জিতলে লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত যদি সিটিই শিরোপা জেতে, সে ক্ষেত্রে পুরো মৌসুমে শিরোপা–লড়াইয়ে থাকা আর্সেনালকে হতাশ হতে হবে।

সেটা নিয়ে অবশ্য এখন ভাবছেন না আরতেতা। আপাতত যা পেয়েছেন, তা নিয়েই আনন্দ করতে চান আর্সেনালের স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে তাই তো ইতিহাস গড়া নিয়ে বললেন, ‘এটা প্রিমিয়ার লিগে ২৭তম জয়। এটা এই ফুটবল ক্লাবের ১৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি জয়। এটা উন্নতি নয়, এটা ইতিহাস। আর এই ইতিহাস গড়া খুব, খুব কঠিন। বিশেষ করে লিগে, আমরা এখন যেখানে খেলছি। তাই আমার স্টাফ এবং খেলোয়াড়েরা যা করেছে, এটার জন্য তাদের অনেক অনেক প্রশংসা।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর