সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

সমালোচকদের ফুটবল–জ্ঞান নেই, দাবি টেন হাগের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৭:২৬

প্রথম মৌসুমটা ওল্ড ট্রাফোর্ডে খারাপ কাটেনি তাঁর। তিনে থেকে ম্যানচেস্টার প্রিমিয়ার লিগ শেষ করেছিল গতবার। তাতে নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়নস লিগে খেলা। খেলেছিল এফএ কাপের ফাইনালেও।

কিন্তু এবার সমর্থকদের খুবই হতাশ করেছে ইউনাইটেড। লিগে ৩৫ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ৫৪, অবস্থান অষ্টম। আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টেই হয়তো খেলা হবে না রেড ডেভিলদের। একের পর এক তাই সমালোচনার তির ছুটে আসছে টেন হাগের দিকে। মৌসুম শেষে তাঁকে ছাঁটাইয়ের দাবিও তুলছেন সমর্থকদের অনেকে।

মৌসুমের ৩৬তম ম্যাচটা আজ ইউনাইটেড খেলবে শিরোপাপ্রত্যাশী আর্সেনালের বিপক্ষে। ম্যাচটা আর্সেনালের জন্য মহাগুরুত্বপূর্ণ তো বটেই, ইউনাইটেডের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে গেলেও ইউরোপা বা কনফারেন্স লিগে খেলতে হলে এই ম্যাচে জেতা ছাড়া খুব একটা বিকল্প নেই ইউনাইটেডের।

ঘরের মাঠে এই ম্যাচ সামনে রেখেই সমালোচকদের একহাত নিয়েছেন ইউনাইটেড কোচ। তাঁর দাবি, বাজে সময়েও ইউনাইটেড সমর্থকেরা তাঁর পাশেই আছেন। তবে সমালোচক যাঁরা, তাঁরা আসলেই ফুটবলই বোঝেন না।

ক্রিস্টাল প্যালেসের কাছে গত সপ্তাহে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও সমর্থকদের পাশে পেয়েছেন দাবি করে টেন হাগ বলেন, ‘আমার মনে হয়, সমর্থকদের ধৈর্য আছে, এটা আপনারা গত সোমবারই (প্যালেসের বিপক্ষে) দেখেছেন। কিন্তু আমি যখন কিছু (সমালোচকের) মন্তব্য দেখি, তাদের ধৈর্য নেই। হয় তাদের কোনো ফুটবল–জ্ঞান নেই, অথবা কীভাবে একটা ফুটবল দল চালাতে হয়, সেই জ্ঞান নেই। এটা সম্ভব, ওরা শুধু সমালোচনার জন্যই বসে থাকে।’

সমালোচক বলতে টেন হাগ কাদের বুঝিয়েছেন, সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে প্যালেসের কাছে গত সপ্তাহে হারের পর টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন ইউনাইটেডেরই সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল এবং লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার। স্কাই স্পোর্টসে ম্যাচ নিয়ে আলোচনায় দুজনেই প্রশ্ন তুলেছিলেন, আগামী মৌসুমে ইউনাইটেডের কোচের দায়িত্বে টেন হাগকে রাখা উচিত কি না!
টেন হাগ নিজে অবশ্য মনে করেন, তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইউনাইটেডের পরিচালনা পর্ষদ ‘কমন সেন্স’ কাজে লাগাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর