শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

ড্রেকের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, এক ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৭:০৭

গত মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত দুইটায় জনপ্রিয় কানাডীয় র‍্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিনই আবার গায়কের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। অনুপ্রবেশের চেষ্টাকালে টরন্টো পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

টরন্টো সিটি নিউজের বরাতে খবরটি জানিয়েছে, মার্কিন চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ভ্যারাইটি।

গতকাল বুধবার (৮ মে) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ড্রেকের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র সিটি নিউজকে জানান, মেন্টাল হেলথ অ্যাক্টের ধারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে। এর আগে মঙ্গলবারের (৭ মে) গুলির ঘটনায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে কানাডায় টরন্টোতে গত মঙ্গলবার (৭ মে) ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নিরাপত্তারক্ষী আহত হন। ঘটনার সময় গায়ক বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি। এ বিষয়ে ড্রেকের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র‌্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত। লামার তাঁর গানে ড্রেকের সমালোচনা করেন। তা নিয়ে শুরু হয় তুলকালাম। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার।

এখানেই শেষ নয়, র‌্যাপার কেন্ড্রিক লামারের দাবি, ড্রেক এক সন্তানের বাবা। সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।

৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে গায়কের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর