সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

মাটি খুঁড়ে বের হলো ৩ কোটি টাকার হেরোইন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৫:০২

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে মাটিতে লুকিয়ে রাখা তিন কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এসব হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

 

এই হেরোইন ভারত থেকে এনে সংরক্ষণ করে রাখার অভিযোগে মো. রাসেল (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেফতার রাসেল গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের বাসিন্দা। গ্রামটি ভারতীয় সীমান্ত লাগোয়া। এই গ্রামের আরেক বাসিন্দা আবদুর রহিম (৪৫) অভিযানের সময় পালিয়েছেন।

র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে র‌্যাব সদস্যরা পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরে রহিমের বাড়ি ঘেরাও করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি দেখে রহিম বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে সীমান্তের দিকে পালিয়ে যান। আর ধরা পড়েন তার ব্যবসায়িক অংশীদার রাসেল। পরে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী এক ব্যক্তির ফসলের খেতের একটি স্থানে মাটির দুই ফুট গভীরে পুঁতে রাখা হেরোইন বের করে দেন।

লে. কর্নেল মুনীম আরও জানান, রাসেল ও রহিম ভারত থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির জন্য রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার রাসেলকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা তিন কেজি হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর