সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

সামান্য কাটছাটের পর ছাড়পত্র পেল ‘লিপস্টিক’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৪:৪৬

৩১ মার্চ ‘বেসামাল’ শিরোনামে একটি গান প্রকাশ পায় ইউটিউবে। এর মধ্য দিয়ে ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা আসে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ ছবিটির। কিন্তু ‘সমস্যা’ চোখে পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের। প্রিভিউতে ছবির কয়েকটি জায়গায় সমস্যা মনে করে সেন্সর বোর্ড সনদ আটকে দেয়। সমস্যা সমাধান শেষে বুধবার সেন্সর সনদ পেয়েছে। এখন আর মুক্তিতে বাধা থাকল না ছবিটির।


জানা গেছে, গত রোববার সেন্সরে জমা পড়ে ছবিটি। সোমবার সেন্সর কমিটি দেখে তিনটি জায়গায় সমস্যা দেখে। সেন্সর ছাড়পত্র পেতে ছবির তিনটি জায়গা সংশোধনী চায় সেন্সর বোর্ড। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশোধন করে মঙ্গলবার পুনরায় জমা দেওয়া হয় ছবিটি। বুধবার আবার দেখে ছবিটির সেন্সর সনদ দিয়েছে সেন্সর কমিটি।


সেন্সর সনদ পাওয়ার ব্যাপারে ছবির অন্যতম প্রযোজক ও নায়ক আদর আজাদ বলেন, ‘বড় কোনো সমস্যা ছিল না। কয়েকটি জায়গায় অল্প কিছু সংশোধনী দিয়েছিল সেন্সর বোর্ড। আমরা পরের দিনই তা সংশোধন করে জমা দিয়েছিলাম। বুধবার দুপুরে ছবিটি পুনরায় দেখে সেন্সর বোর্ড। বিকেলেই সেন্সর সনদ দিয়েছে তাঁরা। এখন মুক্তিতে আর কোনো সমস্যা নেই।’

আদর আজাদ ও পূজা চেরি


সেন্সরে একটু সমস্যার কারণে প্রথমে মুক্তি নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। এখন সনদ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এটি চূড়ান্ত, এই ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। হল বুকিংয়ের জন্য পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্বও দিয়েছি।’

হল সংখ্যা কম, সিনেমা বেশি। কতগুলো হলে মুক্তি পেতে পারে ছবিটি? এ ব্যাপারে ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘হল বুকিং শুরু হয়ে গেছে। প্রত্যাশা করছি, সিনেপ্লেক্সসহ ৩০টির মতো হলে মুক্তি পেতে পারে আমাদের ছবিটি।’
এরই মধ্যে ছবির প্রকাশিত ‘বেসামাল’ আইটেম গানটি বেশ আলোচনায় আছে। রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর