সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

হুক্কা-বারে পুলিশের হানা, বিগ বসজয়ী তারকা আটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১৩:৫৪

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না মুনাওয়ার ফারুকির! ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এর আগে জেল খেটেছিলেন, এবার হুক্কা-বারে গিয়ে বিপাকে ‘বিগ বস ১৭’-এর বিজয়ী। মুম্বাই পুলিশের হাতে আটক হলেন মুনাওয়ার। সম্প্রতি ‘বিগ বস ওটিটি ২’ তারকা এলভিশ যাদব গ্রেপ্তার হয়েছিলেন সাপের বিষ পাচার–কাণ্ডে। এবার এক হুক্কা–বারে হানা দিয়ে মুনাওয়ারসহ ১৪ জনকে আটক করল পুলিশ।


সংবাদ সংস্থা এএনআইকে মুম্বাই পুলিশ এই খবর নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত এই হুক্কা বারটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পায় মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ।


হারবাল হুক্কার নাম করে মাদক মেশানো হুক্কা দেদার বিকোচ্ছে সেখানে, এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে।


সেই অভিযোগ খতিয়ে দেখতেই হানা দেয় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে হানা দিয়ে ৪ হাজার ৪০০ রুপি এবং ১৩ হাজার ৫০০ রুপি মূল্যের ৯টি হুক্কা খাওয়ার পাত্র বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ‘হানার পর দেখা যায়, অভিযোগ সত্যি। সেখানে মাদক মেশানো হুক্কাই বিক্রি হচ্ছিল। যা সিগারেট এবং অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট আইনের আওতায় পড়ে।’

ইতিমধ্যেই ওই হুক্কা–বারের মালিকের নামে মামলা রুজু করেছে পুলিশ। তবে আটক করে মুনাওয়ারসহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় কর্তৃপক্ষ। কিছুদিন আগেই এলভিশ যাদবের প্রতি সমবেদনা জাহির করে সমালোচিত হয়েছিলেন মুনাওয়ার।
১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল এলভিশ যাদবকে। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর