শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ, সাত ঘণ্টা পর ঢাকা ও খুলনা রুটে চলাচল শুরু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৪, ১০:৫৮

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের রেলগেট লেভেল ক্রসিং গেটে গতকাল মঙ্গলবার রাতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজধানী ঢাকা–খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাত ঘণ্টা পর আজ বুধবার সকাল সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঈশ্বরদী রেল ইয়ার্ড থেকে মালবাহী একটি ট্রেন সান্টিং (যাত্রার জন্য পরীক্ষামূলক প্রস্তুতি) করছিল। এর মধ্যে রেলইয়ার্ড থেকে তেলবাহী ট্রেন (ফাঁকা) আরেকটি ট্রেন রাস্তা পশান অর্ডার (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনার দিকে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা ও তেলবাহী ট্রেনের ইঞ্জিনের ছয় চাকা লাইনচ্যুত হয়। ট্রেন চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে ঈশ্বরদী রুটের সব ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী জংশন স্টেশনের লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে ট্রেন চলাচল শুরু করে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের থেকে লিখিত জবাব চাওয়া হবে। একই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর