শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

সিঙ্গাইরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিঙ্গাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১৪:৫১

বাড়ির সিমানা সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে কোহেল উদ্দিন মুন্সী (৬৫) নামের ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর ইসলাম। আহতরা ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।


আজ সোমবার (১১ মার্চ) উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার (১০ মার্চ) বিকাল ৪ টার দিকে বাড়ির সীমানার নিয়ে কোহেল উদ্দিন ও ইসলাম উদ্দিন মুন্সির পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইসলাম মুন্সিসহ তার সন্তানেরা কোহেল উদ্দিন মুন্সীর পরিবারের উপর লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় কোহেল উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর গুরুতর আহত হন।


তাদের উদ্ধার করে কোহেল উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সাফিয়া বেগম এবং শাহিনুর ইসলামকে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোহেল উদ্দিন মারা যান।
সিংগাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর