শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

সামান্থাকে দেখে চমকে গেলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০২

দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মূলত রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য দর্শকের কাছে পরিচিত। যদিও রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-তে তাঁকে ভিন্ন লুকে দেখেছেন দর্শক। সম্প্রতি সামান্থা ঘুরতে গিয়েছিলেন মালয়েশিয়া। দেশটিতে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে, যা চমকে দিয়েছে তাঁর অনেক অনুসারীকেই। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার পর থেকে সামান্থা স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানা পোস্ট দেন ইনস্টাগ্রামে। কখনো দেন যোগ ব্যায়ামের ছবি। কখনো আবার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ট্রেকিংয়ের ছবি। এবার তিনি দিয়েছেন ধ্যানরত অবস্থার ছবি। 


সামান্থার পোস্ট করা আরেকটি ছবিতে দেখা যায়, তিনি সুইমিংপুলে বিকিনি পরে দাঁড়িয়ে আছেন, যা দেখে চমকে গেছেন তাঁর অনেক ভক্ত-অনুসারী। কেউ বলেছেন সাহসী ছবি, কেউ আবার সমালোচনার সুরে বলেছেন, এ ধরনের ছবি সামান্থার ইমেজের সঙ্গে যায় না। 
সামান্থার পোস্ট করা আরেকটি ছবিতে দেখা যায়, তিনি সুইমিংপুলে বিকিনি পরে দাঁড়িয়ে আছেন, যা দেখে চমকে গেছেন তাঁর অনেক ভক্ত-অনুসারী। কেউ বলেছেন সাহসী ছবি, কেউ আবার সমালোচনার সুরে বলেছেন, এ ধরনের ছবি সামান্থার ইমেজের সঙ্গে যায় না। 

সম্প্রতি সাত মাস বিরতির পর অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন সামান্থা। গত বছরের জুলাইয়ে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করেন তিনি। রাজ ও ডিকের এ সিরিজে সামান্থাকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে। এ সিরিজের শুটিং শেষ করেই বিরতির ঘোষণা দেন তিনি। সম্প্রতি সাত মাস বিরতির পর অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন সামান্থা। গত বছরের জুলাইয়ে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করেন তিনি। রাজ ও ডিকের এ সিরিজে সামান্থাকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে। এ সিরিজের শুটিং শেষ করেই বিরতির ঘোষণা দেন তিনি।


সামান্থা জানান, স্বাস্থ্যবিষয়ক একটি পডকাস্ট দিয়ে কাজে ফিরছেন তিনি। গত বছর সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘খুশি’ মুক্তি পায়। তেলেগু সিনেমাটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন আরেক জনপ্রিয় দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর