শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

রাকুলকে চমকে দেবেন জ্যাকি, কাল বাজবে বিয়ের সানাই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৩৫

আর মাত্র একটা দিন বাকি। এরপর রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানির চার হাত এক হবে। গোয়ায় বসেছে তাঁদের বিয়ের জমকালো আসর। জ্যাকি চাইছেন তাঁদের এই বিয়েকে স্মরণীয় করে তুলতে। আর তাই নাকি রাকুলের জন্য বিশেষ চমক রেখেছেন জ্যাকি।

কাল বুধবার সাত পাকে বাঁধা পড়বেন বিটাউনের তারকা জুটি রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানি। ‘ঢোলরাত’ আর ‘গায়েহলুদ’ দিয়ে বিয়ের আচার–অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হবু দম্পতি আগেই গোয়ায় পৌঁছে গেছেন। অতিথিরা একে একে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।


জানা গেছে, বিয়েতে রাকুলের জন্য এক বিশেষ মিউজিক্যাল সারপ্রাইজের পরিকল্পনা করেছেন জ্যাকি। বলিউডের এই নির্মাতা ও অভিনেতা হবু স্ত্রীকে একটি গানের মাধ্যমে চমকে দিতে চান। এই বিশেষ গানের মাধ্যমে তাঁদের প্রেমকাহিনি তুলে ধরা হবে। জ্যাকি এই প্রেমের গানকে বিশেষ করে তোলার জন্য নানা ধরনের চেষ্টা করেছেন। সংগীতরাতের এক বিশেষ অংশ হতে চলেছে প্রেমের এ গান। ময়ূর পুরির লেখা গানটির শিরোনাম ‘বিন তেরে’।


প্রেমের এ গানের সংগীত পরিচালক তনিস্ক বাগচি। এখানেই শেষ নয়; জ্যাকি চান রাকুলকে এমন কিছু উপহার দিতে, যা তাঁদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
শুরুতে রাকুল ও জ্যাকির পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে বিয়ে করার। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ আবেদনে সাড়া দিয়ে রাকুল ও জ্যাকি দেশের মাটিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই গোয়ার সমুদ্রসৈকতে নীল জলরাশিকে সাক্ষী রেখে তাঁরা চিরবন্ধনে এক হতে চলেছেন।


দক্ষিণ গোয়ার সমুদ্রতীরে অবস্থিত অভিজাত আইটিসি গ্র্যান্ড হোটেলে জ্যাকি ও রাকুলের বিয়ের আসর বসছে। তাঁদের বিয়েতে নিকট আত্মীয়-পরিজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। শোনা যাচ্ছে, অন্য বিটাউন তারকাদের মতো তাঁরাও তাঁদের বিয়েতে ‘নো ফোন পলিসি’ জারি করতে চলেছেন। এই হবু দম্পতি চান তাঁদের বিয়ের ভালোবাসার মুহূর্তগুলো একান্ত ব্যক্তিগত রাখতে।


জ্যাকি ও রাকুলের বিয়ের কিছু ঝলক ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা পড়েছে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে যে ডাবের খোলায় এই হবু দম্পতির নাম লেখা আছে। তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র নেট দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে। এই পত্রের মাধ্যমে ভগনানি ও সিং পরিবার নিমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়েছে।


শোনা যাচ্ছে, এই দুই পরিবার আমন্ত্রিত অতিথিদের ডাবের পানি দিয়ে স্বাগত জানিয়েছে। এই বলিউড যুগলের বিয়েতে অনেক বিশেষ আয়োজন রাখা হয়েছে। খবর যে তাঁদের বিয়েতে কোনো আতশবাজি পোড়ানো হবে না।

জ্যাকি আর রাকুল দুজনেই তাঁদের বিয়েকে ‘পরিবেশবান্ধব’ রাখতে চান। তাঁদের বিয়েতে ভারতের পাশাপাশি বিদেশি খাবারের বাহারি আয়োজন রাখা হয়েছে বলে খবর। জ্যাকি ও রাকুল দুজনেই অত্যন্ত স্বাস্থ্যসচেতন। তাই তাঁরা বিয়ের মেনুতে স্বাস্থ্যসম্মত খাবার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, বিয়ের মেনুতে চিনি ও গ্লুটেনবর্জিত নানা পদও রাখা হয়েছে। এই হবু দম্পতি শুধু ই-কার্ডের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশাকে গোয়া বিমানবন্দরে দেখা গেছে। নাতাশা মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, অক্ষয় কুমার ও তাঁর পরিবার জ্যাকি-রাকুলের বিয়ের দিন উপস্থিত থাকবেন। এদিকে নতুন গুঞ্জন, শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা দুজনেই রাকুল ও জ্যাকির বিয়েতে পারফর্ম করবেন। টাইগার শ্রফ, ভূমি পেডনেকর, সোনম কাপুর আর তাঁর স্বামী আনন্দ আহুজাও বিয়ের রাতে উপস্থিত থাকবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর