মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২৩শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর ঝগড়া, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০০

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বাদুয়ারচর রেলসেতু–সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঘটনাস্থল থেকে ট্রেনে কাটা পড়ে নিহত ওই তরুণের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত তরুণের নাম রুমান মিয়া (২০)। তিনি রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামের পশ্চিমপাড়া এলাকার আবদুল হক মিয়ার ছেলে। রেললাইনে দাঁড়িয়ে এক তরুণীর সঙ্গে রুমানের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় লোকজন বলেন, বিকেল চারটার পর থেকেই রেললাইনে দাঁড়িয়ে থাকা তরুণ–তরুণীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। শেষ বিকেলে তাঁদের বাগ্‌বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে ছেলেটি ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের সামনে দাঁড়ালে পা কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এই দৃশ্য দেখে মেয়েটি অচেতন হয়ে যান। পরে চেতনা ফিরলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

রেলওয়ে পুলিশ বলছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত তরুণের লাশ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এরই মধ্যে তাঁর পরিচয় শনাক্ত হলে স্বজনদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তরুণের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, লাশ উদ্ধারের সময় সেখানে কোনো তরুণীকে পাওয়া যায়নি। তবে দুজনের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য কিছু পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর