শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

৮০টি বাজপাখির জন্য বিমানের টিকিট কেনেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

বিমানের যাত্রীদের আসনে মানুষের বদলে বসে আছে সারি সারি বাজপাখি। সৌদির এক যুবরাজ তাঁর ৮০টি বাজপাখির প্রত্যেকের জন্য ৮০টি বিমানের টিকিট কিনেছিলেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তবে ছবিগুলো ছয় বছরের পুরনো বলে জানা গেছে।


বিমানের পাইলটের কাছ থেকে ছবিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি।
রেডিটে লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।’ সিএন ট্রাভেলারে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ময়কর ঘটনাটি ২০১৭ সালে ঘটেছিল।


পাখিগুলো যাতে আরামে এবং নিরাপদে বিদেশভ্রমণ করতে পারে সে জন্য বিমানের ৮০টি টিকিট সংরক্ষণ করেছিলেন সৌদির ওই রাজপুত্র। পুরানো ওই ছবিতে দেখা গেছে, বাজপাখিগুলো বিমানের সিটে বসে আছে। প্রত্যেকেরই মাথায় ‘হুড’ এবং পায়ে আংটা পড়ানো।
ঘটনাটি অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু সিএন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে প্লেনে করে বাজপাখি পরিবহন অস্বাভাবিক ঘটনা নয়।


রাজপরিবারের সদস্যরা কয়েক প্রজাতির বাজপাখি পোষ মানায়। শিকারি এই পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য। খেলা এতই জনপ্রিয় এবং মূল্যবান যে, বাজপাখিদের নিজস্ব পাসপোর্টও আছে। ফলে মালিকের সঙ্গে বাজপাখিগুলো সীমান্ত অতিক্রম করতে পারে। বাজপাখিকে পোষ মানিয়ে তাদের দিয়ে তিতির, খরগোশ শিকার করানোর এবং রেওয়াজ রয়েছ।


কাতার এয়ারওয়েজ গ্রাহক প্রতি সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। তবে গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর