মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২৩শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এবার তামিল সিনেমায় দেখা যাবে ‘অ্যানিমেল’ অভিনেতাকে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০

ছবির নায়ক নন, খলনায়ক তিনি। আর গোটা ছবিতে মোটেও নেই, মাত্র কয়েকটা দৃশ্যেই বাজিমাত করেছেন এই বলিউড তারকা। ছবিতে কোনো সংলাপ নেই তাঁর। এখানে কার কথা বলা হচ্ছে, তা নিশ্চয় বুঝতে কারও অসুবিধা হচ্ছে না। ‘অ্যানিমেল’ ছবির পর রাতারাতি আলোচনার তুঙ্গে পৌঁছে গেছেন ববি দেওল। শুধু বলিউড নয়, দক্ষিণি চিত্রনির্মাতারাও তাঁকে নিয়ে কাজ করতে এখন আগ্রহী। এবার তামিল ছায়াছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন ববি।


গত কয়েক বছর তাঁর তেমন কোনো অংশগ্রহণ ছিল না বলিউডে। বললে বাড়াবাড়ি হবে না, হারিয়েই গিয়েছিলেন ববি। অথচ একটা সময় ছিল ববির অগণিত তরুণ-ভক্ত। কিন্তু মধ্যে নির্মাতা, পরিচালকেরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এই বলিউড নায়কের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল ফ্লপ হিরোর তকমা। হাতে কোনো কাজ ছিল না ধর্মেন্দ্রপুত্র ববির।


সেই সময় নেশায় চূড় থাকতেন তিনি। এই কঠিন সময় তাঁর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের ‘রেস থ্রি’ ছবির মাধ্যমে বলিউডে ‘কামব্যাক’ হয় এ অভিনেতার। এরপর আরেক সুপারস্টার শাহরুখ খান তাঁর প্রযোজিত দুটি ছবিতে কাজের সুযোগ দিয়েছিলেন। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি তাঁর ক্যারিয়ারকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এবার তামিল ছবিতে অভিষেক হতে চলেছে তাঁর। আর এ কথা তিনি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।


ববিকে বহুল আলোচিত তামিল ছবি ‘কঙ্গুয়া’য় দেখা যাবে। এই ছবির মূল চরিত্রে আছেন দক্ষিণি সুপারস্টার সূর্যা। ববি সূর্যার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ দারুণ খুশি।


তিনি বলেছেন, ‘“কঙ্গুয়া” ছবিতে আমি সূর্যার সঙ্গে কাজ করছি। এই ছবির দল দারুণ। সূর্যা অভিনেতা হিসেবে দুর্দান্ত। আর অভিনয়ের প্রতি তিনি নিবেদিত। আর তাই তাঁর মতো অভিনেতার সঙ্গে কাজ করা অনেক বড় প্রাপ্তি।’ ‘কঙ্গুয়া’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে ববি বলেছেন, ‘এই ছবিতে আমার চরিত্রটা আমার কমফোর্ট জোনের বাইরে। আর আমি এই ভাষাটা (তামিল) একদমই জানি না। তাই ভাষাটাও আমার কমফোর্টের বাইরে। আর এক-দুই মাসের মধ্যে তামিল শেখা সম্ভব নয়। তবে নিশ্চয় আমি এই ভাষা শিখতে চেষ্টা করব।’

‘কঙ্গুয়া’ ছবিটি দুনিয়াজুড়ে ৩৮টি ভাষায় থ্রি-ডি এবং আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাবে। শিব পরিচালিত এই ছবির প্রথম ঝলক মেগাস্টার সূর্যার জন্মদিনের দিন দেখিয়েছিলেন নির্মাতারা। ‘কঙ্গুয়া’ ছবিতে সূর্যার বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে।


ইদানীং বলিউড অভিনেতাদের দক্ষিণি ছবিতে কাজ করতে দেখা যাচ্ছে। যশ অভিনীত ‘কেজিএফ টু’ ছবিতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ভয়ংকর ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল। আর এক বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ অভিনয় করেছেন রজনীকান্তর ‘জেলার’ ছবিতে। তাই বলিউড অভিনেতাদের সামনে এখন দক্ষিণি দ্বার উন্মুক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর