মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১২:০৭

শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাদারীপুরের সর্বত্র ঘন কুয়াশা জেঁকে বসেছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে গাঢ় কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।

কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি। গ্রামীণ হাট-বাজারে ক্রেতার উপস্থিতি কম রয়েছে বলে জানা গেছে
খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকেই জেলার সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে চালকেরা জানিয়েছেন। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম রয়েছে। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কম। এছাড়া গ্রামীণ সড়কে অন্যান্য দিনের চেয়ে থ্রি-হুইলারও কম দেখা গেছে।

পরিবহন চালক মো. আবু কালাম নামের এক ব্যক্তি বলেন, কুয়াশার কারণে ঠিকমতো সামনে দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। সড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

গত সপ্তাহের ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শেষে গত শুক্রবার থেকেই কুয়াশাভাব বিরাজ করছে। শনিবার (৯ ডিসেম্বর) কুয়াশা কম থাকলেও দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। রোববার ভোর থেকেই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। দেখা নেই রোদের। শীত মৌসুমে এই ঘন কুয়াশা বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর