মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শামীম ওসমান

শোকজের জবাব দিলেন শামীম ওসমান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭

আদালতে হাজির হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজের লিখিত জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান। রবিবার (৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ জবাব দেন তিনি।


বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জানান, শনিবার (২ ডিসেম্বর) বলেছি, আমি যথাসময়ে আদালতে যাবো এবং এর যথাযথ ব্যাখ্যা দেবো। আমি  রবিবার (৩ ডিসেম্বর) সময় মতো সশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিয়েছি।

শনিবার (২ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে সমর্থকরা মিছিল করে আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

একই সঙ্গে, রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় আদালতে উপস্থিত হয়ে তাকে সশরীরে কিংবা তার একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধও জানানো হয়।


নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়,  ১ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ এবং ২ ডিসেম্বর প্রিন্ট সংস্করণের ৬নং পাতায় প্রকাশিত সচিত্র সংবাদ অনুযায়ী ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয়।

এতে করে বর্ণিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮'-এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন পাঠানোর লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১৫নং কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান কমিটি, নারায়ণগঞ্জ-৪-এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে কিংবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য তাকে অনুরোধ করা হলো।

একই সঙ্গে নির্বাচন-পূর্ব সময়ে 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮'-এর বিধিবিধান মেনে চলার জন্য তাকে অনুরোধ করা হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর