শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশের রাবেয়া ও মারুফা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৭

আগামী বছর হতে যাচ্ছে ভারতের মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্টের নিলাম হবে চলতি বছরের ৯ ডিসেম্বর। যে নিলামের ড্রাফটে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ রুপি। আজ নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরই প্রথমবার শুরু হয়েছে মেয়েদের আইপিএল। মেগা সেই নিলামের নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। তবে নিলামে নাম উঠেছিল ৩ জনের— জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার। কিন্তু এদের কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল।


২০১৯ সালে অভিষেক হওয়া লেগ স্পিনার রাবেয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৪ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৬টি। গত জুলাইয়ে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়েছিলেন রাবেয়া। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল ৪ উইকেটে। অন্যদিকে ১৮ বছর বয়সী মারুফার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২২ সালে। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে এই পেসারের উইকেট ১২টি।

এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন ১৬৫ জন ক্রিকেটার। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার। আইসিসির সহযোগী সদস্যদের ক্রিকেটাররা আছেন ১৫ জন। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ৫৬ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ও ১০৯ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি।


নিলাম থেকে সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারদের জায়গা ফাঁকা আছে ৯টি। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। যেই পুলে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম গার্থ। ৪০ লাখ ভারতীয় রুপিতে আছেন চারজন।


গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন স্মৃতিই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ কোটি রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বাই ইন্ডিয়ানস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর