মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সঙ্গী খোঁজার দরকার নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩, ১৫:০০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু। তাই আওয়ামী লীগের কোনো সঙ্গী খোঁজার দরকার নেই।

সোমবার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৯৯০ সালের এই দিনে (২৭ নভেম্বর) স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলনের একপর্যায়ে চিকিৎসকনেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সেদিনই দেশে জরুরি আইন ঘোষণা করা হয়।


কিন্তু জরুরি আইন, কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতা মিছিল নিয়ে বারবার নেমে আসেন রাজপথে। একপর্যায়ে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। সেই থেকে প্রতিবছরের ২৭ নভেম্বরকে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল রোববার আওয়ামী লীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। দলীয় মনোনয়নের তালিকা অনুযায়ী, শরিকদের অনেকের আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। তবে দলটি মাত্র দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো জোট থাকবে কি না, সেই প্রশ্ন উঠেছে। এ ছাড়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা ছাড় পেতে পারেন।

এসব বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নতুন নতুন সময়ে নতুন নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয়। এ সময়ে যে কৌশল দরকার, নেত্রী সে কৌশল ঠিক করেছেন। দলের অবস্থান অনুযায়ী, ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং দেন।


ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সঙ্গী খোঁজার কোনো দরকার নেই। দেশের জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু।

নির্বাচনের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার স্থান নির্ধারিত ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়। এই কার্যক্রম চলাকালে তিনি পরপর দুদিন কয়েকবার চেষ্টা করেও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। এতেই বোঝা যায়, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কতটা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁদের নতুন কোনো সিদ্ধান্ত নেই। মনোনয়ন বোর্ডের সভাপতি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে বক্তব্য দিয়েছিলেন প্রার্থীদের উদ্দেশে, সেখানে তিনি সবকিছু পরিষ্কারভাবে বলে দিয়েছেন। দলের সভাপতি শেখ হাসিনা যে গাইডলাইন দিয়েছেন, সেটা অনুসরণ করে প্রার্থী হতে বাধা নেই।

নাশকতা করে বিএনপি নির্বাচন পণ্ড করতে চাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায়। তারা রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে চোরাগোপ্তা, অলিগলি খুঁজে বেড়ায়।

ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনের পক্ষে গণজাগরণ, উচ্ছ্বাস শুরু হয়েছে। ভোটার উপস্থিতিও ভালো হবে। বিচ্ছিন্ন অগ্নিসন্ত্রাস করে নির্বাচনের গণজোয়ার কেউ রুখতে পারবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর