বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পলাতক ৭০০ বন্দি এখনও অধরা
  • ইসি সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ওএসডি
  • পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাধীন কমিশন গঠন
  • আবারও পুলিশে বড় রদবদল
  • সচিবালয়ে কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত
  • কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
  • ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • আদালতে আত্মসমর্পণ করলেন সেই তাপসী তাবাসসুম
  • আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস

স্বপ্নে বিভিন্ন পণ্যে থাকছে আবারও মূল্য ছাড়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৩, ১১:৪৭

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির জনপ্রিয় সুপারশপ ’স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ও ১১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

 

পণ্যের নাম

খোলা বাজারের দাম

স্বপ্নতে পাওয়া যাবে ভ্যাটসহ

সাশ্রয় (প্রায়)

ডিম

১১.৫০-১২.৫০ টাকা (প্রতি পিস)

 ১০ টাকা প্রতি পিস (ভ্যাট নেই)

১৮-৩০ টাকা (প্রতি ডজনে)

আলু

৪৫-৫০ টাকা

   ৩৬ টাকা (ভ্যাট নেই)

 ৯-১৪ টাকা (প্রতি কেজিতে)

স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪০ পিস (মিডিয়াম সাইজ)

৯৫০ টাকা

    ৬৭৯.৫০ টাকা

  ২৭০.৫০ টাকা

স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার ৪৪ পিস (এক্সল)সাইজ)

১০৫০ টাকা

    ৮৭০ টাকা

    ১৮০ টাকা

ফ্রেশ মিল্ক পাউডার- ১কেজি

৮০০- ৮২০ টাকা

    ৭৮৭ টাকা

    ১৩-৩৩ টাকা

পুষ্টি সয়াবিন তেল-৫ লিটার

৭৮০-৮০০ টাকা

    ৭৬১ টাকা

    ১৯-৩৯ টাকা

গরুর মাংস- ১কেজি

৭৩৫-৭৪০ টাকা

   ৭৩০ টাকা (ভ্যাট নেই)

  ৫-১০ টাকা

এসি আই / পুষ্টি আটা (২ কেজি)

১১৫-১২০ টাকা

    ১০৮ টাকা

   ৭-১২ টাকা

এসিআই / পুষ্টি ময়দা (২ কেজি)

১৩৫-১৪০ টাকা

    ১২৯ টাকা

   ৬-১১ টাকা

নিভিয়া সফট ময়েশ্চারইজিং

৭৩০-৭৩৫ টাকা

   ৭১৩ টাকা

   ১৭-২২ টাকা

ক্রিম ২০০ মিলি

 

 

 

ফ্রেশ লবণ(১ কেজি)

৪০-৪২ টাকা

   ৩৬ টাকা ৮০ পয়সা

   ৪-৫ টাকা

মিনিকেট চাল প্রিমিয়াম (লুজ)

৭০-৭২ টাকা

    ৬৫ টাকা (ভ্যাট নেই)

   ৫-৭ টাকা

মসুর ডাল (ছোট দানা ১ কেজি)

১২৫-১৩০ টাকা

   ১২০ টাকা (ভ্যাট নেই)

   ৫-১০ টাকা

 

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১০ ১১ নভেম্বর (শুক্রবার শনিবার) নেভিয়া ইন্টেনসিভ বডি মিল্ক (৪০০ (+- ২০ মিলি) ৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), নেভিয়া এক্স.হাইড্রেশন বডি লোশন (৪০০(+- ২০ মিলি)৭৫৫ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ৯০০-৯২০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২২.৫০ টাকায় (বাজারে যার মূল্য ২৩০-২৩৫ টাকা), সানসিল্ক স্টানিং বেস্ট শাইন শ্যাম্পুতে থাকছে বিশেষ ছাড় এবং স্বপ্ন নুডলস পাওয়া ৪৯৬ গ্রাম পাওয়া যাবে ১২৭ টাকায়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে।

এছাড়া খোলা চাল, ডাল,চিনি, আলু, পিয়াঁজ,মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা ডিম ডজন , আলু সর্বোচ্চ কেজি করে কিনতে পারবেন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর