শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

নভেম্বরে আসছে ইইউর এক্সপার্ট মিশন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চ পর্যায়ের এক্সপার্ট মিশন বাংলাদেশে আসবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠকে এ কথা জানানো হয়েছে।


রোববার (১৫ অক্টোবর) সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য ড. সেলিম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

সেলিম মাহমুদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রায় দুই ঘণ্টা অনুষ্ঠিত এই বৈঠকে আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে পাঠাবে বলে বৈঠকে রাষ্ট্রদূতরা জানিয়েছেন।

এ ছাড়া বৈঠকে তারা নেতাদের কাছে জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের কাজ কী হবে, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়নমূলক কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নসহ সরকারের নতুন কর্মসূচি কী হবে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রতিনিধিদল তাদের আগামী নির্বাচনে দলের ইশতেহারে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলো তুলে ধরেছে বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে জানতে চাইলে সেলিম মাহমুদ বলেন, কোনো মাধ্যমে একটা বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল যে, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না। কিন্তু বৈঠকে তারা আমাদের জানিয়েছে, নভেম্বরে ইইউর উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন পাঠাবে। গত ২০১৮ সালের নির্বাচনে তারা এ ধরনের মিশন পাঠিয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর