শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

হাইমচরে মা ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৭:৩৩

মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে পদ্মা-মেঘনাসহ ইলিশের প্রধান প্রধান বিচরণ ক্ষেত্রে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করে চালানো হচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান।


এরই অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে উপজেলা টাস্কফোর্স। এসময় জব্দ করা হয় দুটি নৌকা, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। এতে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।

তিনি বলেন, মেঘনায় ইলিশ ধরার সময় হাতে নাতে ১৩ জেলেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল আটক জেলেদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আর বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের কারাদণ্ড না দিয়ে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত নৌকা দুটি কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আর জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া ২৫ কেজি ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলবে। মা ইলিশ যারা নিধন করবে, তাদের সঙ্গে কোনো আপোস নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর