শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

কালিয়াকৈরে প্রতিমা তৈরী ও রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পরা

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৬:০৪

কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দিন রাত জেগে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরীর কাজ এখন শেষ পর্যায়ে। এখন চলছে রং করা ও ডেকোরেশনের কাজ। উল্লেখ্য শাড়ি অলংকার পড়ানোর কাজও দুই এক দিনের ভিতরে সম্পন্ন হবে বলে আসা ব্যক্ত করেছেন, শিমুলতলী(বংশাই ব্রীজের দক্ষিণ পাশে)ভক্ত সেবা সংঘের সভাপতি তাপস পাল এবং সাধারণ সম্পাদক সুমন সরকার।সরেজমিন ঘুরে দেখা গেছে কালিয়াকৈরে এবার ১৩৭টি মন্ডপে পুজা সম্পন্ন হবে ।


প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসন, কঠোর অবস্থানে থেকে পূজা সুসম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করেছেন।
গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পুলিশ প্রশাসন, র‍্যাব ও ভ্রাম্যমান বাহিনী, নিরাপত্তা নিশ্চিতের জন্য পূজা মন্ডপ গুলোতে টহলের ব্যবস্থা করেছেন।


কোন রকমের নাশকতা যেন সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের যথেষ্ট তদারকি রয়েছে এবং সি সি ক্যামেরার আওতায় রাখা হয়েছে প্রতিটি মন্ডপ।
পূজা মন্ডপ গুলোতে ঘুরে দেখা গেছে, এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও নতুন জামা কাপড় ক্রয় এবং পূজা অর্চনার জন্য
যত যাবতীয় সমস্ত সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।


মানুষজন যেন পূজা মণ্ডপে নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারে, সেজন্য প্রশস্ত রাস্তার পাশেই মন্ডপগুলো তৈরি হয়েছে।


অন্যান্য বারের মত এবারও উৎসব মুখর পরিবেশে এবং কোন প্রকার নাশকতা ছাড়াই দুর্গাপুজা উদযাপন হবে বলে প্রশাসন থেকে জানা গেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, থানা প্রশাসন ও পুজা উদযাপন কমিটি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে, নিরপত্তার পূর্ণ আশ্বাস প্রদান করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর