সোমবার, ৭ই অক্টোবর ২০২৪, ২২শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১২:০৬

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারি বাগান থেকে শাহ আলম স্বপন (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১৩ অক্টোবর) সকালে উপজেলার বামনী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন।


নিহতের স্ত্রী শাহিনুর বেগম জানান, অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।


এদিকে শুক্রবার(১৩ অক্টোবর) সকালে রায়পুরের বামনী এলাকায় একটি সুপারি বাগানে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রায়পুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহত স্বপনের স্বজনরা।


শাহিনুর বেগমসহ পরিবারের লোকজন জানায়, স্বপন এতোদূরে যাওয়ার কথা না। হয়তো যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে সেখানে নিয়ে গেছে। পরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর