শনিবার, ১লা মার্চ ২০২৫, ১৭ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
  • ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার
  • আয়কর রিটার্ন দাখিলের ভুল অনলাইনেই সংশোধন করা যাবে
  • পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ
  • অভিযানে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
  • ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল
  • প্রাথমিক সুপারিশমালা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন
  • দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো
  • বাংলাদেশি কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির আশ্বাস ইতালির উপমন্ত্রীর
  • প্রয়োজনে নতুন করে র‌্যাব গঠন করা হবে

পুড়ে যাওয়া গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১২:৫৮

রাতে আগুনে পুড়ে যাওয়া রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে সকাল থেকেই ভিড় করছেন উৎসুক জনগণ।

বুধবার (১১ অক্টোবর) সকালে সরেজমিনে গ্র্যান্ড সাইদ সেন্টারে গিয়ে দেখা যায় সাত থেকে ১১ তলা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে।

এছাড়া ভবনটির বাকি অংশ ঠিক আছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল থেকে ভবনে যে সকল অফিস এবং দোকান ছিল তাদের প্রতিনিধিরা ভবনের সামনে এসে ভিড় জমান। এ সময় তারা ভেতরে ঢুকে অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা করেন।
দেখা যায়, রাস্তায় ভিড় করে অনেকেই আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখছেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

এদিকে কোনো উৎসুক জনতা যেন ভেতর ঢুকতে না পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এই ভবনটিতে শপিং মল, রেস্টুরেন্টে থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ছিল। এর মধ্যে কয়েকটি কেমিক্যাল এবং পেইন্টের গোডাউন ছিল। আগুনে বিল্ডিংটি যে অংশ পুড়েছে সেসব ব্যবসা প্রতিষ্ঠান, অফিসের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে রাতে আগুন লাগায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এই ভবনের ৮ তলায় একটি প্রতিষ্ঠান এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা রাহাত বলেন, ভবনের ভেতরে ৭ তলা থেকে শুরু করে ১১ তলা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধার করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের অফিসের কোনো কিছুর চিহ্নই পাইনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল ৯ টায় ভবনের ভেতর আমরা প্রবেশ করতে পারি। তবে আগুন যখন লেগেছে তারপর রাত দুইটা থেকে আমাদের প্রতিনিধিরা ভবনের সামনে অবস্থান নেন।

ভবনের সিকিউরিটির দায়িত্বে রানা জানান, ভবনে কোনো মানুষ ছিল না। আগুন লাগার সময় ভবনটি বন্ধ ছিল। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণে বর্তমানে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে রাত ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর